কে নাস্তিক!!!????
----------------------------
'মহিয়সী নারী' বেগম রোকেয়া -
"আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ঐ ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন।... তবেই দেখিতেছেন, এই ধর্মগ্রন্থগুলো পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। ...কোন স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন।..যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ় সেইখানে নারীর প্রতি অত্যাচার অধিক।" (মতিচুর গ্রন্থ)
‘অলঙ্কার না Badge of Slavery’ প্রবন্ধে রোকেয়া লিখেছেন “ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর-প্রেরিত বা ঈশ্বরাদিষ্ট নহে। যদি ঈশ্বর কোন দূত রমণী শাসনের নিমিত্ত প্রেরণ করিতেন, তবে সে দূত কেবল এশিয়ায় সীমাবদ্ধ থাকিত না। ... যে কথা পুরাকালে অসভ্য বর্বরগণ বিশ্বাস করিয়াছিল, তাহা বর্তমান কালের সুসভ্যগণ যদি বিশ্বাস করেন, তবে সভ্যতা ও অসভ্যতায় প্রভেদ কি? যাহা হউক আমরা আর ধর্মের নামে নতমস্তকে নরের প্রভুত্ব সহিব না।”
বেগম রোকেয়াকে 'মহিয়সী নারী' বলা হয়। বেগম রোকেয়ার নামে রংপুরে এখন বিশ্ববিদ্যালয়ও আছে।
আর তাসলিমা নাসরিন - 'লজ্জা' উপন্যাস লিখেই হলেন দেশান্তরী প্রায় দুই যুগের উপরে!!!!!
একজন নাস্তিক হয় 'মহিয়সী নারী' আরেকজন হয় দেশান্তরী!!! এটাই বাংলাদেশ!!!
এই নিয়ে গতকাল এক ধার্মিক মেয়ে বন্ধুর সঙ্গে আলোচনা করায় তিনি যা বললেন তার মর্মার্থ হলো, বেগম রোকেয়া প্রায় ১০০ বছর আগে এসব কথা বলেছেন। যা অনেকেই জানেন না। কিন্তু তসলিমা নাসরিন যা বলেছেন তা সকলেই জানেন। এটা কোনো যুক্তি হতে পারে বলে আমি মনে করি না।
*আমি জানি, এই পোস্ট আমার অনেক বন্ধু এড়িয়ে যাবেন। এটাও এক আশ্চর্য!!!
Karim Chowdhury
5 June, 2023
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন