ল্যাসপেন্সার
-------------------
পিনাকী ভট্টাচার্য এই শব্দটা বেশি ব্যবহার করেন তার ভিডিওতে। সম্ভবত পিনাকীই এই শব্দটি প্রথম ব্যবহার করেন এবং বাংলাদেশের মানুষের কাছে শব্দটি
ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। অনেকেই মনে করেন শব্দটি হয়তো ইংরেজি। আসলে এটি একটি বাংলা শব্দ।
ল্যাসপেন্সার বা লেসপেন্সার একটি আঞ্চলিক ভাষার শব্দ। টাঙ্গাইল, ময়মনসিংহসহ উত্তরবঙ্গের কিছু এলাকায় এ শব্দের ব্যবহার হতে শোনা যায়। এর অর্থ শিষ্য, সাগরেদ, মুরিদ বা অপকর্মের সহকারী। সাধারণত খারাপ কাজের সহযোগী হিসেবে ল্যাসপেন্সার ব্যবহার করা হয়।
লেসপেন্সার হলো সেই ধূরন্দর ব্যক্তি যে তার ঊর্ধতনের সকল কাজ সমর্থন করে এবং তা বাস্তবায়নে সহায়তা করে। প্রকাশ্যে ভালোর মুখোশ পরে থাকলেও কার্যত লেসপেন্সারি করে সে তার ঊর্ধতনের সকল অপকর্মকে সমর্থন ও প্রতিষ্ঠা করতে থাকে।
Karim Chowdhury
27 October, 2023
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন