শুফ কডো বিয়াডপ
----------------------------
একদিন ব্রেক টাইমে এমপ্লয়িদের রুমে সবাই মিলে আড্ডা মারছিলাম। এরিকা খুব কথা বলছিলো। আমি বিরক্ত হয়ে জিদ করে বাংলায় বলেছিলাম,
" চুপ করো বেয়াদব। "
সে ছিলো হাঙ্গেরির মেয়ে। নাম এরিকা (Arika)। হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে বাসা। অস্টৃয়ার ভিয়েনায় ম্যাকডোনাল্ডসে আমরা এক সঙ্গে চাকরি করতাম। সে আমাকে জিজ্ঞেস করেছিলো,
'ভাস ইস্ত দাস'? মানে এটা কি কথা?
এটা জার্মান ভাষা।
অস্টৃয়ার ভাষা জার্মান।
আমি তাকে বুঝিয়ে বললাম, কেউ বেশি কথা বললে আমাদের ভাষায় ধমক দিয়ে বলি, 'চুপ করো বেয়াদব'।
কিছুদিন পর ব্রেক টাইমে আমি রোমানিয়ার ছেলে এলেক্স (Alex)এর সঙ্গে কথা বলছিলাম এমপ্লয়িদের রুমে। আমি হাত নেড়ে আর বোল্ডলি কথা বলি। এটা আমাদের গোষ্ঠীর অভ্যাস। এলেক্সের সঙ্গে একটা মজার কথা বলছিলাম, এমন সময় এরিকা এসে আস্তে আস্তে তোতলাইয়া আমাকে বললো,
"শুফ কডো বিয়াডপ। "
হঠাৎ বিদেশিনীর মুখে অশুদ্ধ বাংলা শুনে আমি কিছুটা অবাকই হয়েছিলাম।
© Karim Chowdhury
27 March, 2022
Cumilla.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন