১. সূরা বাকারায় বলা হয়েছে :
‘নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং খ্রিষ্টান ও ‘সাবেয়ীন’ যারাই আল্লাহ ও আখেরাতে ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য পুরস্কার আছে। তাদের প্রতিপালকের নিকট তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।’ (আয়াত : ৬২)
২. সূরা মায়েদায় বলা হয়েছে :
‘মোমেনগণ, ইহুদিগণ, সাবেয়ীগণ ও খ্রিষ্টানগণের মধ্যে কেউ আল্লাহ ও আখেরাতের ওপর ঈমান আনলে এবং সৎকার্য করলে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।’ (আয়াত : ৬৯)
৩. সূরা হজ্বে বলা হয়েছে :
‘যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে, যারা সাবেয়ী, খ্রিষ্টান ও অগ্নিপূজক এবং যারা মোশরেক হয়েছে কেয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। আল্লাহ সমস্ত কিছুর সম্যক প্রত্যক্ষকারী।’ (আয়াত : ১৭)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন