Karim Chowdhury June 20, 2016 · নের ফলাফল ভালো দেখাতে শিক্ষকরা খুব নোংরাভাবে ছাত্রছাত্রীদের নকল করায় উৎসাহিত করে । এবার এসএসসিতে জিপিএ ৫ পাওয়া কিছু ছাত্রছাত্রীদের মেধা যাচাই করার জন্য যমুনা টিভিতে সচিত্র যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা শুধু লজ্জার নয় জাতীর জন্য অশনিসংকেতও । দেশের রাষ্ট্রপতির নাম জানে না এসব জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা । স্বাধীনতা দিবস, বিজয় দিবস কবে তাও জানে না জিপিএ ৫ পাওয়া ছেলেমেয়েরা । অপারেশন সার্চ লাইট তো তাদের মতে অপারেশনের সময় যে লাইট জ্বালানো হয় সেটাই ! প্রতিবেশি একটি শক্তিশালী দেশের ইন্ধনে মুসলিম অধ্যুষিত ছোট এই বাংলাদেশটি যেন মাথা উচু করে দাঁড়াতে না পারে বর্তমান সরকার তাই জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে । আমরা কি এভাবেই ধীরে ধীরে মালদ্বীপ,নেপাল,ভুটান আর সিকিমের মতো হতে যাচ্ছি ? ২০৩০ সাল লাগবে না । এখনি অনেক বি,এ এম,এ পাশ ভিক্ষা করে ।