স্বেচ্ছাচারী জীবনযাপন স্বেচ্ছাচারী জীবনযাপনের মধ্যে জীবনকে খুঁড়ে খুঁড়ে দেখার চেষ্টা সব সময় করেছি । আমার মতো সাধারণ ঘরের একটা সাধারণ ছেলে যে অনেকগুলো উন্নত দেশ দেখবো তা আমার স্বপ্নে ছিলো না । প্রতিমাসে মোটা অংকের টাকা বেতন পেতাম । সঞ্চয় করার চিন্তা ছিলো না কখনো । বিয়ে করিনি, বাবা, মা জীবিত নেই। পিছুটানও নেই অন্য কোনো । জাপানের কথা বাদ দিলেও আমি যখন ইউরোপে ছিলাম তখন আইন কানুন অনেক সহজ ছিলো । যখন অস্টৃয়ায় ছিলাম তখন চার বছর বৈধভাবে ওদেশে থাকলে পাসপোর্ট দেয়া হতো । পাসপোর্ট নেয়ার জন্য অস্টৃয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে চিঠিও দেয়া হয়েছিলো । কিন্তু আমি দ্বৈত নাগরিকত্ব নিতে আগ্রহী ছিলাম না । ইচ্ছা করলে ইউরোপের যে কোনো দেশে আমি স্থায়ীভাবে থেকে যেতে পারতাম । সেদিকে আমার কোনো মনযোগ ছিলো না । আমার তো নিজের দেশ আছেই । আমেরিকায়ও ছিলাম প্রায় নয় বছর । অনেক ফাঁকফোঁকর দিয়ে ওদেশেও স্থায়ী পারমিট নিয়ে থেকে যাওয়া যায় । অনেক বাংলাদেশিই সেই পন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছিলো । নিউ ইয়র্ক থাকতে সিরাজগঞ্জের বন্ধু বুলবুল আমার জন্য পারভীন নামের আমেরিকান পাসপোর্টধারী এক মেয়ের সঙ্গে বিয়েও ঠিক কর...