রংবাজ "... ঘটনাটি শুনেছিলাম মরহুম সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার কাছ থেকে। তার মগবাজারের বাসায় বলেছিলেন তিনি ঘটনাটি। পরবর্তীতে জনসভায় বক্তৃতাকালেও এই ঘটনাটি তিনি বলেছেন। সম্ভবত: ১৯৭৩ সাল। মুজিবী কারাগার থেকে মুক্তি পেয়েছেন যাদু ভাই। কয়েকদিন পর রাজধানীর একটি থানার ওসির সাথে দেখা করতে গেলেন। ওসি তার বন্ধু। যাদুভাই ওসি সাহেবকে কেমন আছেন জিজ্ঞেস করায় তিনি বললেন, 'কেমন আছি বলে লাভ নেই। তার চেয়ে একটি ঘটনা বলি, তা থেকেই বুঝে নিতে পারবেন কেমন আছি আমরা।' ওসি সাহেব বললেন, একদিন একজন লম্বা চুলওয়ালা রংবাজকে (তখন সন্ত্রাসীদের রংবাজ বলা হতো) রিভলবারসহ ধরে আনলাম। তাকে এনে আমার রুমে চেয়ারে বসিয়ে চা খাওয়ালাম। তারপর বললাম, 'বাবা, তোমার মাথার চুল এতো সুন্দর আর লম্বা। আমাকে ওখান থেকে দু'গাছি চুল দেবে?' ছেলেটি একটু অবাক হলেও মাথা থেকে দু'টি চুল তুলে আমাকে দিল। আমি চুল দু'টিকে একটি খামে ভরে পকেটে রাখলাম। তারপর বললাম, 'এবার বলো তোমার কোন মুরুব্বী আছেন কিনা, থাকলে ফোন করো।' সে একজন নেতাকে ফোন করলো। সেই আওয়ামী নেতা আমাকে বললেন...