ফ্লোরিডার সাবরিনা ---------------------------- করিম চৌধুরী আমেরিকার পঞ্চাশটি ষ্টেটের যেমন ভিন্ন ভিন্ন প্রতীক, ফুল, পাখি, পতাকা, সংবিধান, জীবনযাত্রা ভিন্ন তেমনি আবহাওয়াও ভিন্ন। নিউইয়র্ক, নিউ জার্সি, পেলসিলভানিয়া, মেরিল্যান্ড, অরেগন, মিশিগান, ইন্ডিয়ানা, কলোরাডো, ইলিনয়, টেক্সাস, নেভাডাসহ প্রায় সব স্টেটে যখন প্রচন্ড তুষারপাত হয়, শীতে মানুষ জমে যায়, মাইনাস তাপমাত্রায় নাকের পানি ঝরে, কান লাল হয়ে যায়। কয়েক কেজি শীতের কাপড় পড়তে হয় ফ্লোরিডায় তখন একটা টি শার্ট আর শর্টস পড়ে ঘুরে বেড়ানো যায়। প্রতিটি স্টেটে ট্যাক্স, নিয়ম-কানুন, কিছু আইন এমনকি মানুষের জীবন যাত্রাও ভিন্ন। ইংরেজি উচ্চারণেও কিছুটা পার্থক্য আছে। আমার কাছে মনে হয় ৫০টি ষ্টেটই ৫০টি দেশ। সব কয়টি মিলেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমরা যেমন পরিচয় দিই বা নিই কে কোন জেলার তেমনি নিউ ইয়র্কের লোকেরা পরিচয় দেয় I am New Yorker.( নিউইয়র্কার) ফ্লোরিডার লোক পরিচয় দেয় I am Floridian.(ফ্লোরিডিয়ান) ক্যালিফোর্নিয়ার লোক পরিচয় দেয় I am Californian (ক্যালিফোর্নিয়ান)। ফ্লোরিডা দক্ষিণ- পুর্ব আমেরিকার শেষ ষ্টেট। ফ্লোরিডার এক দিকে জর্জিয়া ও অ্যাল্যাবাম...