(যায়যায়দিনের "বর্ষা" নিয়ে বিশেষ সংখ্যায় এই লেখাটি প্রকাশিত হয়েছিলো ১৯৯৯ সালের আগস্ট মাসে । নিউ ইয়র্ক থেকে লিখেছিলাম । পড়ার সময় মনে রাখতে হবে এটা ১৯ বছর আগের লে খা । ফেসবুকের নাম গন্ধও ছিলো না তখন । নয়তো বিভ্রান্তি হতে পারে । এখন বৃষ্টি বৃষ্টি নেমেছে । তাই বৃষ্টি নিয়ে এই স্মৃতিকথা । মা'র প্রসঙ্গ আছে তাই ছাত্র জীবনে মায়ের সঙ্গে একটা ছবি ।) দেশে বিদেশে করিম চৌধুরী ছাত্র জীবনে বর্ষা নামের একটি প্রবন্ধ আমাদের পাঠ্য ছিল । লেখক প্রমথ চৌধুরী । লেখকের নামটি লিখতে এবং বলতে প্রায়ই ভুল করতাম । আমি বলতাম প্রথম চৌধুরী । সহপাঠীদের ইয়ার্কি আর স্যারদের তিরষ্কার এ জন্য কম সহ্য করতে হয়নি । সহপাঠীরা কিছু দিন আমাকে প্রথম চৌধুরী বলেও ডেকেছিলো । চার বছর আগে ইউরোপ থেকে দেশে গিয়েছিলাম বেড়াতে । গ্রামের বাড়ীতে কয়েকদিন ছিলাম । এক দুপুরে ঝম ঝম শব্দে বৃষ্টি নামলো । কিছুক্ষণের মধ্যেই রোদ বৃষ্টি শুরু । শর্টস পরে দৌঁড়ে পুকুর পাড়ে এসে দাঁড়ালাম । অনেকক্ষণ ভিজে যখন শীত শীত লাগছিলো তখন ঘরে এসে শরীর মুছছি, এমন সময় আমার প্রয়াত প্রিয় মা কাঁদো কাঁদো গলায় বললেন, বাড়ির সবাই বলাবলি করছে, তুই ...