আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করিম চৌধুরী প্রতি বছর জুলাই মাসের চার তারিখ চমৎকারভাবে উদযাপিত হয় আমেরিকার স্বাধীনতা দিবস । দিনটি গুরুত্বপূর্ণ, সরকারি ছুটির দিন । ১৯৯৭ সালে দিনটি পড়েছিল শুক্রবারে । শনি ও রবিবার মিলে টানা তিন দিন ছুটি । সামারে চমৎকার লম্বা উইকএন্ড । গা-জ্বলা রোদে মানুষজন দল বেধে ছুটেছে আটলান্টিকের পাড়ে । সারাক্ষণ কোলাহল ভরপুর পৃথিবীর ব্যস্ততম সিটি, ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড বা বিশ্বের রাজধানী বলে পরিচিত নিউ ইয়র্ক আজ তুলনামূলকভাবে বেশ শান্ত । প্রতিদিনকার মতো কর্মচাঞ্চল্য আজ নেই । রাস্তায় গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো কম । এ দেশের বেশির ভাগ গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানগুলো উইন্টারে । অথচ আমেরিকার স্বাধীনতা দিবসটি পড়েছে টাটকা সামারে । পশ্চিমের হাড় কাঁপানো শীতের কথা আমরা অনেকেই জানি । কিন্তু এই শীত প্রধান দেশগুলোতে যে এতো গরম পরে, তা এসব দেশে না গেলে কিংবা গল্প, উপন্যাস না পড়ে অনুমান করা কঠিন । জুন মাসের প্রথম থেকেই বড় বড় ডিপার্টমেন্ট ষ্টোর আর মোটরকার কম্পানিগুলো রেডিও, টিভি এবং পত্র পত্রিকায় অবিরাম বিজ্ঞাপন দিয়ে চলে ‘ইনডিপেনডেন্স ডে সেল’। অর্থাৎ স্বাধীনতা দিবস ...